মেট্রোরেলের যুগে বাংলাদেশ: কীভাবে চড়বেন, ভাড়া কত?

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২২, ১০:৩৬ পিএম

মেট্রোরেলের যুগে বাংলাদেশ: কীভাবে চড়বেন, ভাড়া কত?

আসছে ২৮ ডিসেম্বর ঢাকা নগরবাসীর বহুল প্রত্যাশিত মেট্রোরেল চলাচল উদ্বোধন হবে। ওইদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধনের পাশাপাশি আগাগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোরেলে ভ্রমণ করবেন। পরদিন (২৯ ডিসেম্বর) সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে মেট্রোরেল। 

মেট্রোরেল ভ্রমণে ভাড়া কত?

প্রথমদিকে মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথে ছুটবে। প্রথম সপ্তাহে শুধু সকালে ও বিকালে চলবে এই ট্রেন। ধীরে ধীরে চলার সময় বাড়বে।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের স্টেশন হবে নয়টি। এর ভাড়া প্রতি কিলোমিটার ৫ টাকা, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। 

কর্মকর্তারা বলছেন, প্রথম দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটারের এই পথে মেট্রোরেল সময় নেবে ২০ মিনিট। পূর্ণমাত্রায় চালু হলে এই সময় কমে আসবে ১৬-১৭ মিনিটে। সর্বশেষ প্রযুক্তিতে তৈরি ছয় বগির ট্রেন সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে ছুটবে।

কীভাবে চড়বেন মেট্রোরেলে?

তিনতলা স্টেশন ভবনের উপরের তলার প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চড়বেন যাত্রীরা।  বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য স্টেশনে লিফটের ব্যবস্থাও রয়েছে।

ট্রেনে উঠতে যাত্রীদের দোতলার কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্ল্যাটফর্মে ওঠার প্রবেশপথে নির্ধারিত জায়গায় যাত্রীদের টিকিট পাঞ্চ করে ঢুকতে হবে।

টিকিট পাঞ্চ করার পর যাত্রীরা দোতলা থেকে নির্ধারিত এস্কেলেটর বা সিঁড়ি কিংবা লিফট ব্যবহার করে প্ল্যাটফর্মে উঠবেন। প্ল্যাটফর্মে ট্রেন থামার সাথে সাথে খুলে যাবে স্বয়ংক্রিয় দরজা। যাত্রী উঠা-নামা শেষে আবার নিজেই বন্ধ হয়ে যাবে।ট্রেন ধরার জন্য স্টেশনে পৌঁছে যাত্রীদের দ্বিতীয় তলার কনকোর্স হলে উঠতে হবে এস্কেলেটর বা সিঁড়ি দিয়ে। |

অতিরিক্ত পথ ভ্রমণ বা কোনোভাবে টিকেট ছাড়া ট্রেন ভ্রমণ করলে প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার সময় টিকেট দেখাতে না পারলে আর নিচে নামতে পারবেন না। এই কক্ষে বাড়তি ভাড়া আদায় করে তাকে যেতে দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৮ ডিসেম্বর সরকার মেট্রোরেল প্রকল্প অনুমোদন করে  বাংলাদেশ সরকার। তখন মেয়াদকাল ছিল ২০১২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত। ২০১৬ সালের ২৬ জুন নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মাণকাজের উদ্বোধনের প্রায় সাড়ে ছয় বছর পর মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় সবাই।

Link copied!