মেধা ও শ্রম দিয়ে তরুণরা দেশের জন্য কাজ করছে: জয়

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২১, ২০২১, ০৫:২৯ এএম

মেধা ও শ্রম দিয়ে তরুণরা দেশের জন্য কাজ করছে: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা ও সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেন, “সোনার বাংলা আমরা গড়ছি নিজেদের শ্রম, মেধা দিয়ে। আমরা কারও ওপর নির্ভরশীল না। তাই আমি অত্যন্ত গর্বিত যে আমাদের দেশে তরুণদের উদ্যোগ আছে, মেধাবী-তরুণ ছেলেমেয়ে আছে, যারা দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছেন।”

আজ সোমবার (২০ ডিসেম্বর) ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে আগে ধারণ করা ভিডিও বার্তায় এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়। এবারের আসরে  ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

সজীব ওয়াজেদ জয় বলেন, “যারা নিজেদের পরিশ্রম দিয়ে নিজেদের উদ্যোগে দেশের মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, তারা সোনার বাংলার একটি উদাহরণ। সোনার বাংলা হচ্ছে আমাদের দেশের মানুষের উন্নয়নের স্বপ্ন। আমার দেশের উন্নয়নের স্বপ্ন। দেশের প্রতিটি মানুষ যাতে সুস্থ থাকে, শান্তিতে থাকে, অভাবে না থাকে, সেটাই হচ্ছে সোনার বাংলার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের আওয়ামী লীগ সরকার পরিশ্রম করে যাচ্ছে। আমাদের ভিশন ২০২১ হচ্ছে সেই স্বপ্নের একটি ভিশন। ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নের একটা উদ্যোগ।”

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ইয়াং বাংলা এ অনুষ্ঠানের আয়োজন করে।

দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের উদ্যোগকে স্বাগত জানিয়ে ২০১৪ সাল থেকে ইয়াং বাংলা এই কার্যক্রম পরিচালনা করছে। এবারের আসরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে ধারণ করা বক্তব্য প্রচার করা হয়।

মোট পাঁচটি ক্যাটগরিতে পুরস্কার দেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে- জলবায়ু পরিবর্তন ও উদ্ভাবন, সংস্কৃতি ও যোগাযোগ, সামাজিক উন্নয়ন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও দক্ষতা ও কর্মসংস্থান।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাধীনতা-উত্তর বাংলাদেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে এবারই প্রথম দেওয়া হচ্ছে আজীবন সম্মাননা।

Link copied!