যেকারণে অধ্যাপক সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৫, ২০২১, ০১:৪৮ এএম

যেকারণে অধ্যাপক সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে দাখিলকৃত মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

রবিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত আবেদনটি খারিজ করেন।

এর আগে, তথ্যগত ভুল থাকায় বাদী নাজিম উদ্দিন সুজন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন করলে আদালত তার আবেদন মঞ্জুর করেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেন নাজিম উদ্দিন সুজন। আবেদনে অপর যে দুজনকে অভিযুক্ত করা হয়, তারা হলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ ও লেখক নেছার আহমেদ। 

আবেদনে বাদী উল্লেখ করেন, চট্টগ্রাম একাডেমি থেকে ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ‘জাতির পিতা’ নামে পুস্তক প্রকাশিত হয়। সেখানে অধ্যাপক সিরাজুল ইসলামের প্রবন্ধে বলা হয়, ‘একাত্তরের আগের শেখ মুজিব আর পরের শেখ মুজিব এক নন, বড়ই সত্য কথা।’ আরেক লাইনে লেখা হয়, ‘নৈতিক পতনই তার দৈহিক পতন ডেকে আনে।’ 

আদালত সূত্রে জানা যায়, বাদীর আবেদনটি আদালতে আজ(রবিবার) শুনানির জন্য তারিখ রেখেছিলেন। তবে বাদী মামলা চালাতে আগ্রহী নয় উল্লেখ করে আদালতে আবেদন করলে মামলার আবেদন খারিজ করেন আদালত।

Link copied!