রবিবার চূড়ান্ত হচ্ছে নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলের তালিকা

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৬, ২০২৩, ০৩:৫০ পিএম

রবিবার চূড়ান্ত হচ্ছে নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলের তালিকা

নতুন করে নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলগুলোর তালিকা চূড়ান্ত হচ্ছে রবিবার (১৬ জুলাই)। গতকাল শনিবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এবিষয়ে নির্বাচন কমিশনের সচিব (ইসি সচিব) মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, “রবিবার (১৬ জুলাই) নির্বাচন কমিশনের বৈঠকে দুইটি এজেন্ডা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে রাজনৈতিক দল নিবন্ধন, অন্যটি নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচন।

ইসি সচিব আরও জানান, এ দুইটি এজেন্ডা নিয়ে বৈঠকে আলোচনা হবে। আলোচনার পর কমিশন যে সিদ্ধান্ত দেবেন, ইসি সচিবালয় তা বাস্তবায়ন করবে।

এদিকে, নির্বা্চন কমিশন সূত্রে জানা গেছে, ১২ টি রাজনৈতিক দল নতুন নিবন্ধন পাচ্ছে। দলগুলো হলো-এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি(বিএলডি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ লেবার পার্টি ও ডেমোক্রেটিক পার্টি।  

Link copied!