রাজধানীতে অবশেষে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

মে ১৭, ২০২৩, ০৪:০৩ পিএম

রাজধানীতে অবশেষে স্বস্তির বৃষ্টি

বেশ কয়েকদিন ধরে দেশজুড়ে তাপপ্রবাহ চলার পর ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার দিন এর প্রভাবে দেশের উপকূলীয় বেশ কয়েকটি জেলায় বৃষ্টি আর আর ঝড়ো বাতাস বয়ে যায়। তবে মোখা আঘাত হানার পরদিন থেকে আবারও তাপমাত্রা বেড়ে যায়। গতকাল মঙ্গলবার এক পশলা বৃষ্টি হয় ঢাকায়। তবে তাতে মন ভরেনি রাজধানীবাসীর।

এমতাবস্থায় বুধবার সকাল থেকেই রাজধানীবাসীর মনে স্বস্তি দিতে প্রকৃতি যেনো নিজেই এসে হাজির।  সকাল থেকেই আকাশ মেঘলা দেখা যায়। আর সকাল সাড়ে ৯টায় শুরু হয় বৃষ্টি। বেুধবার সকাল ৯টা থেকে আসছে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

Link copied!