রাজধানীতে ২৪ ঘণ্টায় ৮৫ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৪, ২০২১, ০৩:২৮ এএম

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৮৫ ডেঙ্গু রোগী ভর্তি

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত-মৃত্যুর মধ্যেই নতুন করে ভয় ধরাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায়  রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৩ জুলাই)  স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়েছে, আক্রান্তদের সবাই রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতিবেদনে দেখা যায়, ডেঙ্গুতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৯০ জন। এর মধ্যে ৩৮৭ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বাকি তিনজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন।

সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার (২৩ জুলাই) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট এক হাজার ৪৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৭৭ জন। তবে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিবছর বর্ষাকালেই রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ মানুষ প্রাণ হারান।

ডেঙ্গু প্রতিরোধে আবাসস্থল নিয়মিত পরিষ্কার রাখার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বলেছে, এডিস মশা যেহেতু অভিজাত এলাকায়, বড় বড়, সুন্দর সুন্দর দালান কোঠায় বসবাস করে ও সেখানে থাকা স্বচ্ছ পরিষ্কার পানিতে ডিম পাড়ে তাই এসব আবাসস্থল নিয়মিত পরিষ্কার রাখা এ রোগের বিস্তার রোধে কার্যকরী পদক্ষেপ।

আর মশার আক্রমণ থেকে বাঁচতে ঘরের দরজা ও জানালায় মশারীর নেট লাগানোর উপর জোর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রয়োজনে দিনের বেলায় ঘুমালে অবশ্যই মশারি টাঙ্গিয়ে বা কয়েল জ্বালিয়ে ঘুমাতে বলেছে।

Link copied!