রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন চায় ইইউ

কূটনৈতিক প্রতিবেদক

সেপ্টেম্বর ১৬, ২০২২, ১২:৫৭ এএম

রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন চায় ইইউ

রাজনৈতিক দলের প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় উদ্বেগ জানিয়েছে  ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ দেখতে চায় ইইউ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের এক টুইটে এসব তথ্য জানা গেছে।

ইইউ’র ওই টুইট বার্তায় বলা হয়, কূটনৈতিক শিষ্টাচারের সাথে সামঞ্জস্য রেখে ইউরোপিয় ইউনিয়ন এবং ইউনিয়নের  সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত। বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা বৃদ্ধির বিষয়ে এবং আগামী সংসদ নির্বাচনের সময় অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়ে ইইউ উদ্বেগ প্রকাশ করেছে।

ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন ওই টুইটটি পোস্ট করেন।

Link copied!