রাতে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে উঠে পড়লো যুবক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৭, ২০২৩, ১০:২৩ এএম

রাতে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে উঠে পড়লো যুবক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে (গ্লাস টাওয়ার) উঠে পড়েছিলেন এক যুবক! তবে বেশিক্ষণ সেখানে থাকার সুযোগ হয়নি তাঁর! খবর পেয়ে পুলিশ এসে ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে নামিয়ে আনে। এরপর সোজা নিয়ে যাওয়া হয়েছে থানায়। সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।

কেউ কেউ বলছেন, ওই যুবক ভরা পূর্ণিমার সৌন্দর্য্য উপভোগ করতে উঠেছিলেন ওই টাওয়ারে। অনেকে বলছেন, যুবক আত্মহত্যার উদ্দেশ্যে উঠেছিলেন। 

পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম মো. সুজন মিয়া (২৫)। সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারে ওঠে পড়েছিলেন তিনি। ১৫০ ফুট উচ্চতা ও ১৬ ফুট প্রস্থের টাওয়ারের প্রায় মাঝামাঝি পর্যন্ত ওঠে পড়েন তিনি। রাত সাড়ে ১০টার সময় তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও শাহবাগ থানা-পুলিশ। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমীন। আল আমীন বলেন, সন্ধ্যার পরে তিনি গ্লাস টাওয়ারে ওঠে পড়ে। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করি। এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসআই আল আমীন আরও বলেন, মানিকগঞ্জ সদরের মতলবপুরে তাঁর বাড়ি বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একজন মোটর মেকানিক হিসেবে পরিচয় দিয়েছেন।

ঘটনার রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. ইউনুস আলী গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ১৫০ ফুট উচ্চতার গ্লাস টাওয়ারে যাই। সেখানে ওই যুবকের সাথে সময়ক্ষেপণের জন্য বিভিন্ন কথাবার্তা বলতে থাকি। তিনি সিগারেটের আবদার করলে ওপরে তাঁর কাছে সিগারেটও পাঠানো হয়। পরে কৌশলে তাঁকে টাওয়ার থেকে নামিয়ে এনে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন জানিয়েছেন, তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তবে তিনি ঢাকায় বসবাস করেন। ফায়ার সার্ভিস না এলে কিছুক্ষণের মধ্যেই তিনি টায়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতেন। তবে তিনি কী কারণে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তা জানা যায়নি।

Link copied!