করোনা ঝুঁকিতেই আজ খুলছে গার্মেন্টস

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১, ২০২১, ০২:৫৯ পিএম

করোনা ঝুঁকিতেই আজ খুলছে গার্মেন্টস

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলমান কঠোর লকডাউনের মধ্যেও রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকার তৈরি পোশাক কারখানাগুলো রবিবার থেকে খুলে দেওয়া হচ্ছে। এরপর ধাপে ধাপে সাভার, গাজীপুরসহ অন্যান্য এলাকার কারখানাগুলো খুলে দেওয়া হবে।

পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র সূত্রে জানা গেছে, কারখানা খোলার ক্ষেত্রে কী ধরণের স্বাস্থ্যবিধি মানতে হবে তা নিয়ে বিজিএমইএ একটি গাইডলাইন তৈরি করেছে। এই গাইডলাইন অনুযায়ি, দূরবর্তী এলাকায় বা ঢাকার বাইরে চলে যাওয়া শ্রমিকদের বাদ দিয়ে আপাতত কারখানার কাছাকাছি থাকা শ্রমিকদের দিয়ে উৎপাদন কাজ চালানো হবে।

এর আগে, ১ আগস্ট থেকে তৈরি পোশাক কারখানাসহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলে জানিয়ে এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট সকাল ৬টা থেকে রফতানিমুখী সব শিল্প ও কলকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।

উল্লেখ্য, ২৩ জুলাই কঠোর বিধিনিষেধ জারি হওয়ার পর থেকে বন্ধ রয়েছে দেশের সব শিল্প-কারখানা। তবে ঈদের পর থেকেই কারখানা খোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন শিল্প-কারখানার মালিকরা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে একদল ব্যবসায়ী মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে যত দ্রুত সম্ভব শিল্পকারখানা খুলে দেওয়ার অনুরোধ জানান। তার একদিন পরই রপ্তানিমুখী সব শিল্পকারখানা খুলে দেওয়ার ঘোষণা দেয় সরকার।

Link copied!