র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সংসদকে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৩, ০৩:৪০ এএম

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সংসদকে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এই সংসদ সদস্য জাতীয় সংসদকে বলেন, “র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা একটি রাজনৈতিক বিষয়।নিষেধাজ্ঞা  প্রত্যাহার প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদি।তবে বিষয়টি সমাধানে আমরা শুরু থেকেই জোরালোভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছি।“

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা না আসে সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য সংস্থা একযোগে কাজ করছে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।” তাদের পরামর্শ অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে বরেও পররাষ্ট্রমন্ত্রী সংসদকে অবহিত করেন।

ড. আব্দুল মোমেন আরও বলেন, “সম্প্রতি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এলে র‌্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি আলোচিত হয়। সফরে তিনি বর্তমান সময়ে র‌্যাবের কার্যক্রমের প্রশংসা করেন।”

Link copied!