র‍্যাব এখন আরও অনেক বেশি স্মার্ট: এম খুরশীদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৩, ২০২২, ০৮:৫০ পিএম

র‍্যাব এখন আরও অনেক বেশি স্মার্ট: এম খুরশীদ হোসেন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‍্যাব) এখন জঙ্গিদের চেয়ে আরও অনেক বেশি স্মার্ট বলে মন্তব্য করেছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপে নাশকতার কোনো শঙ্কা নেই বলেও তিনি জানান।

সোমবার দুপুরে রাজধানীর বনানীতে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরতে তিনি সাংবাদিকদের একথা বলেন।

সবকিছু বিবেচনা করে  পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে উল্লেখ করে এম খুরশীদ হোসেন বলেন, “তেমন কোনো নাশকতার শঙ্কা নেই। এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি নেই। আমরা সাইবার মনিটরিং করছি। গোয়েন্দা নজরদারি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি আছে।”

৫০-৬০ জন যুবক ঘর ছাড়ার ঘটনা সনাতন ধর্মাবলম্বীদের পূজায় হুমকি কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি বলেন, “জঙ্গিরা যত স্মার্টই হোক না কেন? আমার র‍্যাব আরও বেশি স্মার্ট। আমি আশ্বাস দিতে চাই র‍্যাব আগের চেয়ে আরও বেশি স্মার্ট হয়েছে। ওরা যত স্মার্টই হোক, কোনো ধরনের সফলতা পাবে না।”

র‍্যাব মহাপরিচালক বলেন, “সব ধর্মের, সব বর্ণের মানুষ যেন তাদের সব ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সেজন্য র‌্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে।” সনাতন ধর্মাবলাম্বীদের করোর ওপর হামলা, পূজামণ্ডপ ভাঙচুর, ডাকাতি, চুরিসহ কোনো ঘটনা ঘটলে  তাৎক্ষণিকভাবে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছরের মতো এ বছরও র‌্যাব কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে এম খুরশীদ হোসেন আরও বলেন, “পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন রাখা হয়েছে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব গত ২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করেছে।” মাদক, অস্ত্র উদ্ধারসহ যেকোনো পরিস্থিতির জন্য র‌্যাব ডগ স্কোয়াড প্রস্তুত রয়েছে। বলেও তিনি জানান 

Link copied!