লঞ্চে আগুন: তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২১, ০৪:০৫ এএম

লঞ্চে আগুন: তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়লো

ঢাকা থেকে বরগুনা অভিমুখী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় সময় বাড়ানো হয়েছে। নতুন করে আরও ৩ দিন সময় বাড়িয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান তদন্ত কমিটির আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তোফায়েল ইসলাম।

এর আগে, তদন্ত প্রতিবেদন দাখিলে আরও পাঁচদিন সময় বাড়ানোর জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেছিল কমিটি। সেই আবেদনের পরিপেক্ষিতে তিন দিনের সময় বৃদ্ধি করা হয়েছে।

দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলে কমিটিকে দেওয়া তিন কর্মদিবস মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শেষ হয়।

এ বিষয়ে মো. তোফায়েল ইসলাম বলেন, আমরা বরিশাল, ঝালকাঠি, বরগুনা গিয়েছি। আমরা গতকাল সদরঘাটে বসেছিলাম। সেখানে যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেছি। রিপোর্টও লেখা হচ্ছে। মাস্টার যারা সারেন্ডার করেছে তাদের সঙ্গে কথা বলতে পারলে, রিপোর্টটা আরও ভালো হতো। সময় বেশি পেলে আরও ভালোভাবে খোঁজখবর নেওয়া যায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার দিন ২৪ ডিসেম্বর সাত সদস‍্যের তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়। 

এই দুর্ঘটনায় সর্বশেষ বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শাহিনুর খাতুন স্বপ্না (৪০) নামে এক নারী মারা গেছেন।

Link copied!