লাগেজ ক্ষতিপূরণের চেয়েও বেশি পেলেন সানজিদা-কৃষ্ণারা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৫, ২০২২, ০২:২২ এএম

লাগেজ ক্ষতিপূরণের চেয়েও বেশি পেলেন সানজিদা-কৃষ্ণারা

নারী সাফ ফুটবল জয়ী বাংলাদেশ দল দেশে ফিরেই চুরির ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন সানজিদা-কৃষ্ণারা। চুরি যাওয়া সেই অর্থ বা চোর শনাক্ত না হলেও সানজিদাদের তিন থেকে চারগুণ বেশি ক্ষতিপূরণ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নাওমি গণমাধ্যমকে বলেন, ‘ওদের (ফুটবলার) ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হয়েছে। শুধু হারানো টাকাই নয়, তার তিন-চারগুণ বেশি দেওয়া হয়েছে। কৃষ্ণা-সানজিদার হারিয়েছে ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা। বিপরীতে কৃষ্ণাকে দেওয়া হয় দেড় লাখ টাকা, সানজিদাকে দেওয়া হয়েছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স। ডিফেন্ডার শামসুন্নাহারের হারিয়েছিল ৪০০ ডলার। তাকে দেওয়া হয়েছে ১ লাখ টাকা।’

প্রসঙ্গত, দেশে ফিরে রাজসিক সংবর্ধনা শেষে বাফুফে ভবনে ফিরে রাতে ফুটবলাররা যখন লাগেজ হাতে পান তখন লাগেজ থেকে চুরির বিষয়টি সামনে আসে। চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়া না গেলে তা বাফুফের পক্ষ থেকে মেয়েদের দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যহান মাহফুজা আক্তার কিরণ।

Link copied!