শিক্ষার্থীকে একসঙ্গে তিনবার করোনা টিকা দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৪, ২০২২, ০২:৫৯ এএম

শিক্ষার্থীকে একসঙ্গে তিনবার করোনা টিকা দেওয়ার অভিযোগ

নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে একই হাতে পরপর তিনবার করোনার টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার শীতাতপনিয়ন্ত্রণ কক্ষে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম মো. ইয়াছিন হোসেন ওরফে আরাফাত (১৪)। সে হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নেয়াজ আলী ব্যাপারীবাড়ির ইব্রাহীম খলিলের ছেলে।

এ ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগের নজরে আনলে তাৎক্ষণিক ইয়াছিন হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ছাত্র সুস্থ রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।

হাটকুপুরিয়া উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. হানিফ জানান, আজ সকালে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাটপুকুরিয়া উচ্চবিদ্যালয়সহ সাতটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার সময় নির্ধারণ করা ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। বেলা ১১টার দিকে নবম শ্রেণির ছাত্র ইয়াছিন হোসেন টিকা নিতে ওই কক্ষে গেলে তাকে একই হাতে পরপর তিনটি ডোজ টিকা দেন টিকাদানকর্মী দিদার হোসেন। এরপর ওই শিক্ষার্থী নিচে এসে ঘটনাটি অন্য শিক্ষার্থীদের জানায়। তিনি বিষয়টি জেনে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের জানালে ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়।

টিকাদানকর্মী দিদার হোসেনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, অভিযোগটি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে এবং অভিযুক্ত টিকাদানকর্মীকে শোকজ করা হয়েছে।

Link copied!