শিল্পকলার আয়-ব্যয়ের তথ্য চেয়ে ডিজি লাকীকে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৬, ২০২২, ০৩:০৪ এএম

শিল্পকলার আয়-ব্যয়ের তথ্য চেয়ে ডিজি লাকীকে দুদকের চিঠি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীকে আগামী ১১ জানুয়ারির মধ্যে গত দুই অর্থবছরের বাজেট এবং আয় ও ব্যয় সংক্রান্ত নথি জমা দিতে বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ চিঠি পাঠানো হয়।

ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতসহ বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য এর আগে গত সোমবার লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে টিম গঠন করে দুদক।

দুদকে আসা অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক যুগ ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে থাকা লিয়াকত আলী লাকী অনিয়মের মাধ্যমে সরকারি তহবিল থেকে ২৬ কোটি টাকা তুলে নেন।

দুদক সূত্রে আরও জানা যায়, লিয়াকত আলীর বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে -সংগীত বিভাগের কক্ষে ব্যবহারের জন্য পর্দা, ক্রোকারিজ ও ফার্নিচার না কিনে ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ বরাদ্দ, ডান্স এগেইনস্ট করোনা কর্মসূচির আওতায় নৃত্যদলের সম্মানি, হার্ডডিস্ক ক্রয়, ডকুমেন্টেশন, প্রপস-কস্টিউম, প্রচার ও বিবিধ ব্যয় দেখিয়ে মোটা অঙ্কের বরাদ্দ উল্লেখযোগ্য।

Link copied!