শিল্পখাতে গ্যাসের দাম বাড়ানো নিয়ে সংসদে প্রধানমন্ত্রী যা বললেন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২৩, ০২:১৩ এএম

শিল্পখাতে গ্যাসের দাম বাড়ানো নিয়ে সংসদে প্রধানমন্ত্রী যা বললেন

শিল্পপতিদের সম্মতিতেই শিল্পখাতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার কেন বিত্তশালীদের জন্য ভর্তুকি দেবে-এ প্রশ্নও রাখেন তিনি।

বুধবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে সংসদ নেতা এ কথা বলেন।

শিল্পখাতে গ্যাসের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “ বিশ্ববাজার থেকে যে মূল্যে গ্যাস কেনা হচ্ছে, সে মূল্যেই শিল্পপতিদের কিনতে হবে। ধনীদের গ্যাসের জন্য সরকার কেন জনগণের অর্থ ভর্তুকি দেবে।”

বিশ্বের কোনো দেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি দেয় না উল্লেখ কেরে সংসদ নেতা আরও বলেন,  “গ্যাস, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়াও সম্ভব নয়। ভর্তুকির টাকা তো জনগণের টাকা থেকেই দেওয়া হয়।” এসময় তিনি গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সফল হয়েছে বলে দাবি করেন।

জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে সরকারপ্রধান আরও বলেন, “আমরা বিদ্যুৎ ও গ্যাসে এখনও ভর্তুকি দিচ্ছি। আর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বেড়েছে। তারপরেও সব মানুষ যাতে খাদ্য কম দামে পায় সে ব্যবস্থা করেছি।

২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত সমৃদ্ধিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “আর্থসামাজিক ক্ষেত্রে সরকার জোর দেওয়ার কারণে দক্ষিণ এশিয়ায় উন্নয়নে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত হবে। তাই খুব শিগগিরই দেশের জ্বালানি সংকটের সমাধান হবে।”

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সংসদকে জানান, তেমন কোন শর্ত দিয়ে আইএমএফ ঋণ দিচ্ছে না, ঋণ শোধ দেয়ার ক্ষমতা থাকলেই কেবল তারা ঋণ দেয়।

Link copied!