শুধু ধর্ষণ নয়, একাধিক নারীর শ্লীলতাহানি করে ডাকাত দল: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৮, ২০২২, ০৯:০৮ পিএম

শুধু ধর্ষণ নয়, একাধিক নারীর শ্লীলতাহানি করে ডাকাত দল: র‌্যাব

ঈগল পরিবহনের বাসে ডাকাতি ও দলবদ্ধ ধর্ষণ ছাড়াও একাধিক নারী যাত্রীর শ্লীলতাহানি করেন ডাকাত দলের সদস্যরা।

ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ১০ ব্যক্তিকে গ্রেপ্তারের পর আজ সোমবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় র‍্যাব। রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হয়।

র‍্যাব বলছে, বাসটিতে মোট ২৪ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জন ছিলেন নারী যাত্রী। তাঁদের মধ্যে একজনকে ধর্ষণ করেন ডাকাত দলের সদস্যরা। এ ছাড়া তাঁরা একাধিক নারী যাত্রীর শ্লীলতাহানি করেন। গ্রেপ্তার ব্যক্তিরা র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছেন।

খন্দকার আল মঈন বলেন, চক্রটির নেতা রতন। তিনি ছদ্মবেশে ২০১৮ সাল থেকে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলেন। তাঁর অধীন ডাকাত চক্রটিতে ১৩ থেকে ১৫ জন সদস্য রয়েছেন। ডাকাতির ঘটনায় আগে তিনি দুই দফায় কারাভোগ করেছেন। ৯ মাস আগে তিনি জামিনে বের হয়ে আসেন। আবার ডাকাতি শুরু করেন। এ সময় তাঁর পরিকল্পনা-নেতৃত্বে ১০টির মতো ডাকাতির ঘটনা ঘটে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে ঈগল এক্সপ্রেসের চলন্ত বাসে তাঁর পরিকল্পনায় ডাকাতি হয়। বাসে ডাকাতিকালে দলবদ্ধ ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রতন হোসেন, মো. আলাউদ্দিন, সোহাগ মণ্ডল, খন্দকার মো. হাসমত আলী, বাবু হোসেন, মো. জীবন, আবদুল মান্নান, নাঈম সরকার, রাসেল তালুকদার ও আসলাম তালুকদার। তাঁদের মধ্যে রতন মূল পরিকল্পনাকারী।

Link copied!