শূন্য ভোট দেখে প্রার্থীর প্রশ্ন, ‘আমার নিজের ভোট গেল কই’

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৮, ২০২১, ০৫:২৮ এএম

শূন্য ভোট দেখে প্রার্থীর প্রশ্ন, ‘আমার নিজের ভোট গেল কই’

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুরের একজন সদস্য প্রার্থী প্রথমবারের গণনায় কোনো ভোট পাননি। ফল নিয়ে প্রশ্ন তোলার পর আবার গণনায় পাল্টে যায় ভোটের ফলাফল।

গতকাল (২৬ ডিসেম্বর) রাত আটটার দিকে ইউসুফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেলঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ইউপি সদস্য প্রার্থী আবু তালেবের মোরগ প্রতীকে কোনো ভোট পড়েনি। এরপর ওই প্রার্থী প্রশ্ন তোলেন, ‘আমার নিজের ভোট গেল কই?’ তখন ফলাফল নিয়ে অন্য প্রার্থীদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়। তারা পুনরায় ভোট গণনার দাবি তোলেন। শেষ পর্যন্ত আবার ভোট গণনা করা হয়।

আবু তালেব বেলঘরিয়ার ১ নম্বর ওয়ার্ডে এর আগেও মেম্বার হিসেবে দায়িত্বে ছিলেন। এবারও তিনি মোরগ প্রতীক নিয়ে নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন রিংকু আহমেদ। তিনি ফুটবল প্রতীক নিয়ে দাঁড়িয়ে ১০১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে ফলাফলে জানানো হয়, আবু তালেব শূন্য ভোট পেয়েছেন। ফলাফলের এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রার্থীর সর্মথকরা আন্দোলন শুরু করেন। তারা প্রশাসনসহ প্রিসাইডিং কর্মকর্তাদের অবরুদ্ধ করেন।

শূন্য ভোট পাওয়া সদস্য প্রার্থী আবু তালেব গণমাধ্যমকে জানান, তিনি নিজে ও তার পরিবারের সদস্যরা মোরগ প্রতীকে ভোট দিয়েছেন। কেউ ভোট না দিলেও নিজের ও পরিবারের সদস্যদের ভোট কোথায় যাবে?

ভোট গণনা শেষে শূন্য ভোট পাওয়া আবু তালেব পান ৮৩ ভোট।

এ বিষয়ে বেলঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, “ভোটের এক বান্ডিল ব্যালট পেপার টেবিলের নিচে পড়ে থাকায় তাদের দৃষ্টিগোচর হয়নি। এ ভুলের কারণে তারা মনে করেছেন আবু তালেব শূন্য ভোট পেয়েছেন। কিন্তু পরে টেবিলের নিচে ব্যালট পেপার খুঁজে পাওয়ায় পর পুনরায় ভোট গণনায় তার প্রাপ্ত ফলাফল বেরিয়ে আসে।”

Link copied!