সমাবেশের জন্য এবার সোহরাওয়ার্দী উদ্যান চাইলো জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২, ২০২৩, ০২:১১ এএম

সমাবেশের জন্য এবার সোহরাওয়ার্দী উদ্যান চাইলো জামায়াতে ইসলামী

ডিএমপির কাছে অনুমতির আবেদন জমা দিয়ে গণমাধ্যমের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। সংগৃহীত ছবি

আসছে ৪ আগস্ট দলীয় সমোবেশের জন্য বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট না পেয়ে এবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়ে এ আবেদন জমা দেন।

ডিএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) সৈয়দ মামুন মোস্তফা আবেদনটি গ্রহণ করেছেন বলে জামায়াত সূত্রে জানা গেছে।

ডিএমপিতে আবেদন জমা দেওয়ার পর আইনজীবী আবদুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, “বায়তুল মোকাররম উত্তর গেটে আজ (মঙ্গলবার) শান্তিপূর্ণ সমাবেশ করার কথা ছিল। তাই ডিএমপিতে আবেদন করলেও সাড়া মেলেনি। একারণে নতুন করে আগামী ৪ আগস্ট (শুক্রবার) সমাবেশ করার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে, এবার বায়তুল মোকাররমের বদলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে সার্বিক সহযোগিতা চেয়ে ডিএমপি কমিশনার কার্যালয়ে আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, এক দশকের বেশি সময় পর গত ১০ জুন ঢাকায় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওই সমাবেশ থেকে দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়াসহ চার দফা দাবি তুলে ধরা হয়।

Link copied!