সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদকের আবেদন

আদালত প্রতিবেদক

আগস্ট ২৭, ২০২২, ০৫:৪২ পিএম

সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদকের আবেদন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (২৭ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, সম্রাটের জামিন বাতিল আবেদনের বিষয়ে রবিবার(২৮ আগস্ট) শুনানি হতে পারে।

গত ২২ আগস্ট বিকেলে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শর্তসাপেক্ষে সম্রাটকে অন্তবর্তীকালীন জামিন দেন। 

ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান উভয়পক্ষের শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেন। অসুস্থ বিবেচনায় আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়।

গত ২২ আগস্ট জামিন পেলেও অসুস্থ্যতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত ২৫ আগস্ট বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এর মাধ্যমে ২ বছর ১০ মাস ২২ দিন পর তিনি মুক্ত বাতাসে ফিরেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর ক্যাসিনোবিরোধী অভিযানের মুখে সম্রাটকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিদেশি মদ উদ্ধার দেখানো হয়। এছাড়া তার কার্যালয়ে অভিযান চালিয়ে অস্ত্র এবং প্রাণীর চামড়া উদ্ধার করে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন।

এর আগে ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের ৭ অক্টোবর সহযোগীসহ সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

Link copied!