দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউর নিন্দা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৩, ০৪:২২ এএম

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউর নিন্দা

সংবাদ প্রকাশের জেরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু ও বিশেষ প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে কক্সবাজারে করা মামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।

বুধবার এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি দীপু সারোয়ার ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল শরিফুজ্জামান পিন্টু ও আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

কক্সবাজারের আদালতে শফিউল্লাহ শফি নামের এক ব্যক্তি দৈনিক বাংলার দুই সাংবাদিকের নামে মানহানির মামলা করেন।

সরকারের বিভিন্ন সংস্থার করা ইয়াবা পাচারকারীদের নতুন খসড়া তালিকার ওপর ভিত্তি করে গত ৬ জানুয়ারি দৈনিক বাংলায় ‘২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারের বেশ কয়েকটি সংস্থা ইয়াবা পাচারকারী ২৫৫ জনের যে তালিকা করেছে, তাতে তিন নম্বরে আছে শফিউল্লাহ শফির নাম।

বিবৃতিতে অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

Link copied!