সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের আপিল শুনবেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৫, ২০২১, ০৮:০৭ পিএম

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের আপিল শুনবেন হাইকোর্ট

অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপন করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আলাদা ধারায় আট বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। পাশাপাশি নিম্ন আদালতের অর্থদণ্ডের রায় স্থগিত করেছেন আদালত।

সোমবার (১৫ নভেম্বর) বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বাবরের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

রবিবার (১৪ নভেম্বর) অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলায় আট বছরের কারাদণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আটক হন লুৎফুজ্জামান বাবর। পরে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলাটি দায়ের করা হয়।

মামলার তদন্ত শেষে ওই বছরের ১৬ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক রূপক কুমার সাহা আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে বাবরের বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ করা হয়েছে। দুদকে তিনি  ৬ কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৩১২ টাকার সম্পদের হিসাব দাখিল করেছিলেন।

Link copied!