সিনহা হত্যা মামলায় দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৫, ২০২১, ০৬:১৯ পিএম

সিনহা হত্যা মামলায় দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ শুরু

মেজর সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

সাক্ষ্যগ্রহণের জন্য ৫ সাক্ষীকে আদালতে আনা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম। পর্যায়ক্রমে তাদের সাক্ষ্য নেওয়া হবে। ৮ সেপ্টেম্বর পর্যন্ত এই সাক্ষ্যগ্রহণ চলবে।

এর আগে ২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত টানা ৩ দিন মামলার ১ নম্বর সাক্ষী ও বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস ও ২ নম্বর সাক্ষী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

এদিকে, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ মডেল থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপসহ অন্য আসামিদের কড়া নিরাপত্তার মাধ্যমে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খান।

এ ঘটনার পর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় লিয়াকত আলীকে। ঘটনার পরপর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় একটি ও রামু থানায় আরেকটি মামলা করে।

মেজর সিনহা নিহত হওয়ার ৬ দিন পর লিয়াকত আলী ও ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। আসামিদের মধ্যে ওসি প্রদীপ, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব ছাড়া অন্য ১২ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Link copied!