সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২২, ০৫:১০ এএম

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

রবিবার রাত আটটার পর তাকে কেবিনে নেওয়া হয় বলে খালেদার চিকিৎসক সদস্য  দলের ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এর বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

শায়রুল বলেন, “মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী ম্যাডামকে সিসিইউ থেকে বেড়ে নেয়া হয়েছে।”

সুত্র জানায়, রবিবার বিকেলে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করেন। ওই বৈঠকের পরই তাকে সিসিউই থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত হয়।

গত ১৩ নভেম্বর শারিরীক অবস্থার অবণতি হওয়ায় গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। দীর্ঘ প্রায় দুমাস সিসিইউতে থাকার পর তাকে কেবিনে নেওয়া হলো।

গত ২৮ নভেম্বর খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্যরা এক সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন। তার রক্তক্ষরণ হচ্ছে। তাকে জরুরি ভিত্তিতে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া দরকার। এক সপ্তাহ আগে জানা যায় তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে।

এদিকে একটি সূত্র জানায়, খুব শিগগিরই খালেদা জিয়া বাসায় ফিরবেন।

তবে এ ব্যাপারে শাইরুল কবির খানের কাছে কোন তথ্য নেই বলে তিনি জানান।

Link copied!