সীতাকুণ্ড ট্র্যাজেডি: আরও ৮ মরদেহের পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৮, ২০২২, ০৪:০৫ এএম

সীতাকুণ্ড ট্র্যাজেডি:  আরও ৮ মরদেহের পরিচয় শনাক্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার একমাস পর অজ্ঞাত পরিচয় মরদেহগুলোর মধ্যে ডিএনএ পরীক্ষায় আরও আটজনের পরিচয় শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

শনাক্ত হওয়া আটজন হলেন- আকতার হোসেন, আবুল হাশেম, বাবুল মিয়া, মনির হোসেন, মো. সাকিব, মো. রাসেল, মো. শাহাজান ও আবদুস সুবহান প্রকাশ আবদুর রহমান।

বুধবার রাতে  ডিএনএ পরীক্ষার ফল হাতে পেয়েছি জানিয়ে সুমন বণিক বলেন, “প্রথম দফায় আটটি অজ্ঞাত পরিচয় মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এই মরদেহগুলোর মধ্যে পাঁচটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, দুটি আঞ্জুমান মুফিদুলে এবং একটি কক্সবাজারে রয়েছে।” এই আটজনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ নিয়ে যেতে পারবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে প্রথমে একটি কনটেইনারে আগুনের সুত্রপাত হয়। পরে আরও কয়েকটি কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। এরপর ঘটে ভয়াবহ বিস্ফোরণ। প্রথমে কেমিক্যাল কনটেইনার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর আগুন ছড়াতে থাকে। শেষ পর্যন্ত দুই শতাধিক কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে।

ভয়াবহ ওই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১০ জন অগ্নিনির্বাপক কর্মীসহ মোট ৫১ জন মারা যান। আহত হন ২৫০ জনেরও বেশি। এ ঘটনায় অবহেলার অভিযোগ এনে পুলিশ ডিপোর ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করলেও মালিকের নাম নেই আসামিদের তালিকায়।

Link copied!