সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনা দেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুন ৭, ২০২২, ১২:৫৪ এএম

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনা দেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে: নৌ প্রতিমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা দেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী। ঘটনা তদন্ত করে যেটা বেরিয়ে আসবে সেই অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।

সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষতিগ্রস্ত বিএম কনটেইনার ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, “সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতিটা আমাদের দেশের ভাবমূর্তির ওপর ধাক্কা পড়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে যে বাণিজ্য করি সেটা আমাদের অনেক প্রশ্নবিদ্ধ করেছে।

‘কেউ এ ঘটনার জন্য দায়ী কিনা তা তদন্ত শেষ না হলে বলা যাবে না’ উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “তদন্তের রিপোর্ট বাস্তবায়নের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তদন্ত কমিটি করা হয়েছে, প্রতিবেদন জমা দেওয়ার আগে কিছু বলবো না। তদন্তে করে যেটা বেরিয়ে আসবে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিবো।”

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের চিকিৎসার জন্য সবধরনের ব্যবস্থা নিয়েছেন। আমাদের সরকার জবাবদিহিতায় বিশ্বাসী। তদন্ত শেষে সবকিছুর জবাব দেয়া হবে।”

অগ্নি দুর্ঘটনার পর আর্তমানবতার সেবায় মানুষ এগিয়ে আসায় সবাইকে সাধুবাদ জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “আমরা এরকম মানবিক বাংলাদেশ চাই।”

প্রসঙ্গত, চট্টগ্রামে সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে লাগা আগুনে উদ্ধার অভিযানে অংশ নেয়া  ফায়ার সার্ভিসের ৯কর্মীসহ এখন পর্যন্ত ৪৯ জন প্রাণ হারিয়েছেন। তবে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিভিল সার্জন  জানিয়েছে, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ৪১ জনের মৃত্যু হয়েছে। আগের ৪৯ জনের তথ্য ভুল ছিল বলে জেলা প্রশাসন জানিয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে প্রথমে একটি কনটেইনারে আগুনের সুত্রপাত হয়। পরে আরও কয়েকটি কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। এরপর ঘটে ভয়াবহ বিস্ফোরণ। প্রথমে কেমিক্যাল কনটেইনার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়াতে থাকে। শেষ পর্যন্ত দুই শতাধিক কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে।গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Link copied!