সীতাকুণ্ডের ঘটনা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে

নিজস্ব প্রতিবেদক

জুন ৬, ২০২২, ০৭:৩২ এএম

সীতাকুণ্ডের ঘটনা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কিনান তা খতিয়ে দেখার আহবান জানিয়েছেন বিএনপি দলীয় এমপি হারুন উর রশীদ।

রবিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি একথা বলেন। হারুন উর রশিদ বলেন,“ এখনও বেসরকারি ওই কন্টেইনার ডিপোর মালিক গ্রেপ্তার হয়নি। এখানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা নামমাত্র কোন তদন্ত কমিটি দেখতে চাই না। বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার প্রকৃত কারণ বের করতে হবে।

বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, “পাশাপাশি আগুনের ঘটনা নিয়ে সংসদে মন্ত্রীর বিবৃতি দাবি করছি। আশা করি এই বাজেট অধিবেশনের মধ্যেই তিনি সংসদে বিবৃতি দিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। এরপরই সংসদ অধিবেশন আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত মূলতবি ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

প্রসঙ্গত, প্রসঙ্গত, চট্টগ্রামে সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে লাগা আগুনে উদ্ধার অভিযানে অংশ নেয়া ফায়ার সার্ভিসের ৯কর্মীসহ এখন পর্যন্ত ৪৯ জন প্রাণ হারিয়েছেন। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে প্রথমে একটি কনটেইনারে আগুনের সুত্রপাত হয়। পরে আরও কয়েকটি কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। এরপর ঘটে ভয়াবহ বিস্ফোরণ। প্রথমে কেমিক্যাল কনটেইনার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর আগুন ছড়াতে থাকে। শেষ পর্যন্ত দুই শতাধিক কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ দুই শতাধিক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ও অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ৫২ জন এবং অর্থোপেডিক বিভাগে ১০ ভর্তি রয়েছে। চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, ৫২ জন ওয়ার্ডে ভর্তি রয়েছে।

Link copied!