সুনামগঞ্জে ঘুরতে গিয়ে বন্যায় আটকা ঢাবির ২১ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

জুন ১৭, ২০২২, ১০:১০ পিএম

সুনামগঞ্জে ঘুরতে গিয়ে বন্যায় আটকা ঢাবির ২১ শিক্ষার্থী

সুনামগঞ্জে ঘুরতে গিয়ে বন্যার পানিতে আটকা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থী। বন্যার কারণে খাবার ও সুপেয় পানি সংকটে ভুগছেন তারা। জানিয়েছেন উদ্ধারের আর্জি।

তিন দিন আগে শিক্ষার্থীদের দলটি টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়েছিল। বৃহস্পতিবার সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হলে দলটি সুনামগঞ্জের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেয়। তাদের মধ্যে কয়েকজন ছাত্রীও রয়েছেন।

আটকে পড়া এক শিক্ষার্থী বলেন, আমরা এখানে খাবার, সুপেয় পানির সংকটে আছি। এখানে শৌচাগারের ব্যবস্থাও নেই। এখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছে না। সব মিলিয়ে আমরা খুব দুরবস্থার মধ্যে আছি। আমাদের মধ্যে চরম অনিশ্চয়তা কাজ করছে। উদ্ধারের জন্য আমরা আর্জি জানাচ্ছি।

এদিকে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। এ সময় প্রশিক্ষিত উদ্ধারকারী দল পাঠিয়ে শিক্ষার্থীদের উদ্ধারের জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।

Link copied!