সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আসছেন চার দেশের রাষ্ট্রনেতা

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১১, ২০২১, ০৪:৩৯ এএম

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আসছেন চার দেশের রাষ্ট্রনেতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে সরকার। আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত এই আয়োজন চলবে।

এই আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সালিহ এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এরইমধ্যে মালদ্বীপের রাষ্ট্রপতি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রীর সফর নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (১০ মার্চ) সচিবালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তাবিষয়ক উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হবে। অনুষ্ঠানস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নিরাপত্তাবিষয়ক উপ-কমিটি।’

স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দশ দিনব্যাপী ধারাবাহিকভাবে অনুষ্ঠান করা হবে। অনুষ্ঠানে এই পর্যন্ত চারজন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান অংশ গ্রহণ করবেন বলে আমরা জেনেছি।’

অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ছাড়াও রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ধানমন্ডি জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার সময় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানরা ঢাকার বাইরে যেসব স্থান বা অনুষ্ঠানে যাবেন, সেখানেও গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

পরে অনুষ্ঠানের বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা যে আয়োজনটা করছি এখানে সীমিত আকারে করছি। যেহেতু স্বাস্থ্যবিধি মেনে করতে হচ্ছে সেজন্য বড় আকারে জনসমাগম করা হচ্ছে না।’

তিনি বলেন, ‘যেহেতু স্বাস্থ্যবিধি মানতে হবে, সেজন্য যারা দাওয়াত পাবেন আমরা প্রত্যেককে বলে দিচ্ছি কোভিড টেস্ট করাতে হবে, এটা বাধ্যতামূলক। এটার মেয়াদ থাকবে ৪৮ ঘণ্টা। নেগেটিভ রিপোর্ট তারা সঙ্গে নিয়ে আসবেন, যাতে সেখানে অন্য কোনো পরিস্থিতি না হয়।’

তিনি বলেন, ‘ দশ দিনের অনুষ্ঠানে ফিজিক্যালি হচ্ছে চারদিন। ওই চারদিনের অনুষ্ঠানেই আমন্ত্রিত অতিথিরা থাকবেন। বাকি ছয়দিন প্রোগ্রামটা সরাসরি করব। সেখানে কাউকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি না। তবে চারদিনের অনুষ্ঠানও সরাসরি সম্প্রচারিত হবে। এখন পর্যন্ত এইভাবেই অনুষ্ঠান সাজানো হয়েছে।’

জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভাগ, জেলা, উপজেলা ও পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বছরব্যাপী অনুষ্ঠানমালায়ও নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Link copied!