স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’র সন্দেহে প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২১, ১০:২১ পিএম

স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’র সন্দেহে প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ থাকার সন্দেহে প্রতিবেশী হত্যা করেছেন আবদুল জলিল নামে এক ব্যক্তি। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের পতেঙ্গা থানার পুলিশ নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করে।

পেশায় ঝালমুড়ি ও চানাচুর বিক্রেতা আবদুল জলিলের বাড়ি নোয়াখালীতে। তার স্ত্রী ছেলেকে নিয়ে চট্টগ্রাম নগরে ভাড়া বাসায় থাকেন। জলিলের স্ত্রী যে বাসায় ভাড়া থাকেন তার পাশের বাসায় থাকেন পোশাক কারখানার সিকিউরিটি সুপারভাইজার আবু তাহের।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বুধবার (১৫ ডিসেম্বর) আবদুল জলিল চট্টগ্রামে তার স্ত্রীর বাসায় যান। এরপর সন্তানকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান তার স্ত্রী। তারা কোথায় আছে তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ জানায়নি।

বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় জলিলের। পরদিন আরও কয়েকজনকে নিয়ে আবু তাহেরকে বাসা থেকে ডেকে বের করেন তিনি। জলিলের অভিযোগ, তার স্ত্রী ও সন্তানকে আবু তাহের লুকিয়ে রেখেছেন। তাহের কিছু জানেন না বললে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তাহেরকে কিলঘুষি মারতে থাকেন জলিল ও তার সহযোগীরা।

পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় তাহেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে মারা যান তাহের।

এ ঘটনায় তাহেরের মেয়ে রাজিয়া সুলতানা বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। পরে রাতে অভিযান চালিয়ে নোয়াখালী থেকে আবদুল জলিলকে গ্রেপ্তার করা হয়।

Link copied!