স্বাধীনতার ঘোষণাপত্র: পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২১, ১০:৫৩ পিএম

স্বাধীনতার ঘোষণাপত্র: পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

দেশের সব পর্যয়ের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্রের অন্তর্ভুক্তির বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।একই সঙ্গে কেন তা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চেয়ে আদালতরুল জারি করেছেন। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

হাইকোর্টে রিটের ওপর শুনানি করেন আইনজীবী নাহিদ সুলতানা যুথী। তার সঙ্গে ছিলেন আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আইনজীবী উত্তম লাহেড়ির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও এবিএম শাহজাহান আকন্দ মাসুম গত ২ ডিসেম্বর হাইকোর্টে রিটটি দায়ের করেন।এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ ১০ জনকে বিবাদী করা হয়।

Link copied!