স্বাস্থ্য পরীক্ষা করতে বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৯, ২০২৩, ০৫:২৮ পিএম

স্বাস্থ্য পরীক্ষা করতে বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিকেল ৩টায় গুলশানের নিবাস ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। 

শনিবার (২৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির।

এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার তদারক করছেন৷

এদিকে বাসা থেকে হাসপাতালে আসা-যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়াকে সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। দুই মাসের ব্যবধানে স্বাস্থ্য পরীক্ষা করতে ফের হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি।

দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন তিনি।

Link copied!