সৌদির সাথে বাংলাদেশের চুক্তি, হজে যেতে পারবেন ৬৫ বছরের বেশি বয়সীরাও

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২৩, ০৫:০৯ এএম

সৌদির সাথে বাংলাদেশের চুক্তি, হজে যেতে পারবেন ৬৫ বছরের বেশি বয়সীরাও

চলতি বছরে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি নাগরিক হজ পালন করতে পারবেন। হজ করতে পারবেন ৬৫ বছরের বেশি বয়সীরাও।

আজ সোমবার জেদ্দায় এ চুক্তি সই হয়।

চুক্তি সইয়ে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খাঁনের নেতৃত্বে ৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম এবং হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ সকাল ১০টার দিকে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, এবার সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। হজ টিমের (প্রশাসনিক ও মেডিক্যাল) সদস্য হিসেবে সৌদি আরবে যেতে পারবেন ১ হাজার ২৭০ জন।

বাড়িভাড়াসহ অন্যান্য কার্যক্রম ই-হজ ব্যবস্থাপনার আওতায় অনলাইনে বলে বলেও জানান আবুল কাশেম মুহাম্মদ শাহীন।

Link copied!