হাইকোর্ট ও অধস্তন আদালতে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম চলবে

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৪, ২০২১, ০৭:০৩ পিএম

হাইকোর্ট ও অধস্তন আদালতে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম চলবে

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে ভার্চুয়ালি সীমিত পরিসরে ৫ আগস্ট পর্যন্ত হাইকোর্ট ও অধস্তন আদালতে বিচারিক কার্যক্রম চলবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুপ্রিমকোর্টের ফুল কোর্ট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ওই সভা হয়। সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, গতকাল ২৩ জুলাই বিকাল ৫ টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণের অংশগ্রহণে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। এ ফুলকোর্ট সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে করোনা ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে সরকার কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধের সময় সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামী ৫ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে চলবে। এই সময় সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে রিট ও দেওয়ানি, ফৌজদারি এবং কোম্পানি ও এডমিরালটি সংক্রান্ত একটি করে মোট তিনটি বেঞ্চে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে অতীব জরুরি বিষয়ে শুনানি করবেন এবং অন্তর্বর্তী কালীন আদেশ প্রদান করবেন।

এর আগে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

Link copied!