হাইকোর্টে জামিন চাইলেন ‘শিশু বক্তা’

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২২, ২০২১, ০৪:১৮ পিএম

হাইকোর্টে জামিন চাইলেন ‘শিশু বক্তা’

হাইকোর্টে জামিন আবেদন করেছেন ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানী। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে তার আইনজীবী আশরাফ আলী মোল্লা আবেদনের বিষয়টি জানান।

আইনজীবী আশরাফ আলী মোল্লা বলেন, ‘রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় একটি ও ময়মনসিংহে দায়ের করা একটি মামলায় জামিন চেয়ে আবেদন করেছি। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার জামিন আবেদন করা হয়েছে গত মাসে। আরেকটি আবেদন করা হয়েছে চলতি সপ্তাহের প্রথম দিকে’।

এর আগে গত ১১ এপ্রিল ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর (২৭) বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় একই জেলার টেক নাগপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। মামলায় রফিকুল ইসলাম মারাত্মক মিথ্যা, ভয়ভীতি দেখিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো অপরাধে সহায়তা করেছেন বলে অভিযোগ আনা হয়।  

মামলার এজাহারে বলা হয়, রফিকুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের মারকাজুল নূর আল ইসলামিয়া মাদ্রাসায় বসে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করেন। এছাড়া যে কয়েকজন বক্তা ওয়াজ মাহফিলের নামে রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাদের অন্যতম একজন এই রফিকুল।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল নেত্রকোনার রফিকুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটকের পর গাজীপুরের গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল জব্দ করা হয়। আটকের পর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।

Link copied!