হাফ ভাড়া: হেনস্থার শিকার জাবি ছাত্রী, বাস আটক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৫, ২০২১, ০১:০৭ এএম

হাফ ভাড়া: হেনস্থার শিকার জাবি ছাত্রী, বাস আটক

গণপরিবহণে হাফ ভাড়া নিয়ে আবারও হেনস্তার শিকার এক ছাত্রী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী। তাকে হেনস্তার বিচার দাবী ও প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত 'ইতিহাস পরিবহনের' বাস আটক করেছে জাবি শিক্ষার্থীরা।

বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটে মিরপুর থেকে চন্দ্রাগামী ইতিহাস পরিবহন সার্ভিসের সব বাস আটকে দিয়ে প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে, মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে দুই বান্ধবীসহ ক্যাম্পাস থেকে মিরপুর যাওয়ার পথে হেনস্থার শিকার হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফোরমেশন টেকনোলজির (আইআইটি) ৪৮তম ব্যাচের এক নারী শিক্ষার্থী।

পড়ুন: হাফ ভাড়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা

ভুক্তভোগী ওই শিক্ষার্থী ফেসবুক পোস্টে জানান, দুই বান্ধবীসহ ইতিহাস পরিবহনের বাসে মিরপুর যাওয়ার পথে কন্ট্রাক্টর ভাড়া চাইলে হাফ ভাড়া দেই। কিন্তু উনি ফুল ভাড়া দাবি করেন। এ নিয়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। বাস মিরপুর ১৩ তে গেলে বাস চালক সবাইকে নেমে যেতে বলে। বাসের পেছনের দিকে বসায় সবার শেষে নামতে গেলে কন্ডাক্টর রাস্তা আটকে দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। কাফরুল থানায় বড়ভাই আছে বললে উনি দরজা খুলে নামতে দেয় কিন্তু নামার আগেই বাস টান দিয়ে এত জোরে চলে যায় যে বাসের নম্বরও দেখতে পারিনি।

আরও পড়ুন: হাফ ভাড়া : স্বাধীনতার ‍পূর্বের দাবি এখনও বাস্তবায়ন হয়নি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, “এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ইতিহাস বাসের কর্তৃপক্ষ লিখিত দিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে সহযোগিতা করবেন। শিক্ষার্থীদের অন্যান্য যেসব দাবি ছিল (হাফ ভাড়া, হয়রানি বন্ধ) সেগুলোও মেনে নিয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে বাসগুলো ছেড়ে দেবে শিক্ষার্থীরা।”

Link copied!