সাইন্সল্যাব মোড়ে হাফ ভাড়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর দুইদফা হামলা হয়েছে। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। মূলত শিক্ষার্থীদের মিছিল ঢাকা কলেজের সামনে গেলেই সেখান থেকে এই হামলার সূত্রপাত ঘটে। হামলাকারীদের অভিযোগ তাদের একটি বাইকের ওপর সাধারণ শিক্ষার্থীরা ভাংচুর চালায়।
হামলার ভিডিও লাইভ দেখতে ক্লিক করুন
ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধরের জেরে হামলা
ঢাকা কলেজের সামনের তেল পাম্পে আন্দোলনকারী আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দ্বারা মারধরের শিকার হয়েছেন ঢাকা কলেজের মাস্টার্সপড়ুয়া এক ছাত্র। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
দেড়টার সময় হামলা চালান হয়
সকাল ১১ টায় বকশিবাজার মোড়ে ছাত্রদের মানববন্ধন শেষে নীলক্ষেত মোড় অবস্থান নেয়। এসময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিলে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এসে সংহতি প্রকাশ করে। এরই প্রেক্ষিতে বেলা ১ টা ৩০ মিনিটে দুই দফা দাবি উপস্থাপন করে কর্মসূচি সাময়িক স্থগিত করলে শিক্ষার্থীরা মিছিল করে ঢাকা কলেজের সামনে যায়। সেখান থেকেই এই হামলার সূত্রপাত ঘটে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করা হয়।
আইন-শৃঙ্খলা বিনষ্ট হয়নি জানাল পুলিশ
প্রথম দফা হামলার পর নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ বলেন, ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী এসেছিল। কিন্তু কোন ধরনের বিশৃঙ্খলা হয়নি। তারাও সাধারণ ছাত্র ছিল। আমরা তাদেরকে সরে যেতে বলার পর তারা সরে গিয়েছে।