হিরো আলমকে উপহার দেওয়া হয়েছিল ফিটনেসবিহীন গাড়ি, বিআরটিএর পাওনা ৫ লাখ টাকা!

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১২:৫২ এএম

হিরো আলমকে উপহার দেওয়া হয়েছিল ফিটনেসবিহীন গাড়ি, বিআরটিএর পাওনা ৫ লাখ টাকা!

নানা জল্পনা-কল্পনা শেষে গতকাল মঙ্গলবার হবিগঞ্জের চুনারুঘাটে এসে  উপহারের গাড়ি নিয়ে গেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে এই উপহারের গাড়ি নিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন বগুড়ার দুই আসনে উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসা হিরো আলম।

মঙ্গলবার উপহারের গাড়ি নিতে এসে পথেই মামলা খেয়ে জরিমানা গুনতে হয় হিরো আলমকে। এবার জানা গেল, টয়োটা নোয়াহ ১৯৯৮ মডেলের উপহার পাওয়া গাড়িটির ফিটনেস সনদের মেয়াদ শেষ হয়েছে প্রায় ১০ বছর আগে। বিপদ এখানেই  শেষ নেয়। উপহারের গাড়ির ট্যাক্স দেওয়া হয়েছে সর্বশেষ ২০১৩ সালে। বর্তমানে ওই গাড়ির বিপরীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পাওনা প্রায় পাঁচ লাখ টাকা। হিরো আলমকে গাড়ি উপহার দেওয়া শিক্ষক এম মুখলিছুর রহমান এত দিন ওই গাড়িটি অবৈধভাবে চালিয়ে আসছিলেন।

এ বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, “গাড়িটি নেওয়ার আগে গাড়ির ফিটনেস সনদের মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং বিআরটিএর পাওনার বিষয়টি আমি জানতাম না। গাড়িটি নেওয়ার পর কাগজপত্র যাচাই করতে গিয়ে বিষয়টি আমি বুঝতে পারি।”

হিরো আলমকে গাড়ি উপহার দেওয়া ওই শিক্ষকের নাম এম মুখলিছুর রহমান। তিনি জানান, ২০১৮ সালে তিনি ৫ লাখ টাকা দিয়ে গাড়িটি কিনেছেন। এরপর থেকে তিনি গাড়িটি ব্যবহার করে আসছেন।

তিনি বলেন, গাড়িটির ফিটনেস সনদের মেয়াদ ২০১৩ সালের ১৫ জুলাই শেষ হয়েছে। আমি মেয়াদোত্তীর্ণ ফিটনেসে গাড়িটি ক্রয় করেছিলাম। এই গাড়ি নিয়ে চলাচলে আমার কখনও কোনো সমস্যা হয়নি।

এ বিষয়ে হবিগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, “২০১৩ সাল থেকে গাড়ির ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদ নবায়ন নেই। সেই হিসাবে প্রায় ৫ লাখ টাকার মতো বকেয়া হতে পারে। তবে বকেয়ার পুরো হিসাব পেতে হলে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে।”

 

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি উপনির্বাচনে বগুড়া-৬ ও বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন আলোচিত হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনের আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে ৮৩৪ ভোটে পরাজিত হন হিরো আলম। উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিলে  গতকাল মঙ্গলবার হিরো আলম ওই গাড়ি নিতে হ‌বিগ‌ঞ্জে আসেন হিরো আলম। তবে হবিগঞ্জ আসার প‌থে তাকে জরিমানা গুনতে হয়। হিরো আলমকে বহনকারী গা‌ড়ি‌টি বেশি গতিতে চালানোর দায়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ তাকে জরিমানা করে।

Link copied!