হেফাজত নেতা আজিজুল হক ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৯, ২০২১, ০২:৪৮ এএম

হেফাজত নেতা আজিজুল হক ফের রিমান্ডে

রাজধানীর পল্টন থানায় দায়ের করা পৃথক দুই মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর আরও সাত দিন করে ১৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত। রবিবার(১৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন পুলিশ পল্টন থানার করা মামলায় সাত দিনের রিমান্ড শেষে মওলানা আজিজুল হক ইসলামবাদীকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১২ এপ্রিল মাওলানা আজিজুল হককে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। সেসময় ২০১৩ সালে পল্টন থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারীতে র‍্যাবের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২০১৩ সালের হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো।

Link copied!