১৫ এপ্রিল থেকে রেলের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৫, ২০২৩, ০২:৫৯ এএম

১৫ এপ্রিল থেকে রেলের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ঈদের আগাম টিকিটের মতো ফিরতি যাত্রার টিকিটও বিক্রি হবে শতভাগ অনলাইনে।

শনিবার (১৫ এপ্রিল) বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট। এছাড়া ১৬ এপ্রিল বিক্রি হবে ২৬, ১৭ এপ্রিল বিক্রি হবে ২৭, ১৮ এপ্রিল বিক্রি হবে ২৮, ১৯ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের টিকিট।

এদিকে ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে। ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না বলে রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে।

এর আগে, গত ৭ এপ্রিল ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিন টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায় ১৭ তারিখের টিকিট। তবে পরদিন ৮ এপ্রিল তেমন অবস্থা ছিল না। এ দিন টিকিট কাটতে গ্রাহকদের অনেক ভোগান্তি পোহাতে হয়। 

সার্ভার জটিলতাসহ নানা কারণে ওইদিন টিকিটপ্রত্যাশীরা অনলাইনে সময়মতো ঢুকতে পারেননি। তাই যথাসময়ে টিকিট কিনতে পারেননি তাঁরা। পরেও এমন সমস্যা ছিল বলে অভিযোগ করেছেন তাঁরা।  

Link copied!