২৭ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২৩, ০৩:১৩ এএম

২৭ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশ

সংগৃহীত ছবি

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২৭ জুলাই এই কর্মসূচি পালিত হবে।

শনিবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজিত তারুণ্যের সমাবেশ থেকে এ ঘোষণা দেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘মনে রাখতে হবে আমরা একটা নতুন বাংলাদেশের জন্য সংগ্রাম করছি। এখন বক্তব্য নয়। এখন দাবি আদায়ের পালা। দফা এক, দাবি এক- শেখ হাসিনার পদত্যাগ। এক দফা যদি না মানে, তাহলে ফয়সালা হবে রাজপথে।’ 

ভোটাধিকার প্রতিষ্ঠাসহ ১১ দফা দাবিতে ঢাকার এই সমাবেশের মাধ্যমে শেষ হলো তারুণ্যের সমাবেশ। একই দাবিতে এরই মধ্যে পাঁচটি সমাবেশ করা হয়েছে। 

শেষ সমাবেশে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নতুন প্রজন্মের ভোটারদের ভোটাধিকার আদায়ে ঐক্যবদ্ধ ও সক্রিয় হওয়ার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারকে রুখে দেওয়ার আহ্বান জানানো হয়।

Link copied!