‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে’

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৪, ২০২১, ০৮:৩৯ পিএম

‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে’

দুর্ঘটনা কবলিত এমভি অভিযান-১০ এর ইঞ্জিনরুমের পাশে ক্যান্টিনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে লঞ্চে আগুন লেগেছে বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী কেবিন বয় ইয়াসিন (১৯)।

ইয়াসিন বলেন, “লঞ্চের নিচতলার পেছনে ইঞ্জিনরুমের পাশেই ক্যান্টিন। সেখানে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় এবং তা দ্রুত ইঞ্জিনরুমে ছড়িয়ে পড়ে।”

তিনি আরও বলেন, “সেখানে রাখা ১৩ ব্যারেল ডিজেল আগুন বাড়িয়ে দেয়। ইঞ্জিনরুম থেকে আগুন চলে যায় ডেকের দিকে।”

“ডেকের জানালার পর্দায় লেগে তা দোতলায় ছড়িয়ে পড়ে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'সেখানে প্রথমে পারটেক্স বোর্ডের সিলিংয়ে আগুন লাগে। দোতলায় একটা চায়ের দোকান ছিল। ওই দোকানের সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরও তীব্র হয়।”

“এভাবে পুরো লঞ্চটি আগুনে পুড়ে যায়” বলে মন্তব্য করেন ইয়াসিন।

ইয়াসিন আরও বলেন, “আগুন লাগার পর ডেকের যাত্রীরা তা নেভানোর চেষ্টা করেন। কেউ কেউ নদীতে লাফ দেন।”

Link copied!