‘তাপমাত্রাজনিত জরুরী অবস্থা জারি’ ভিত্তিহীন: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৬, ২০২৩, ১০:৫২ পিএম

‘তাপমাত্রাজনিত জরুরী অবস্থা জারি’ ভিত্তিহীন: পরিবেশমন্ত্রী

বেশ কয়েকদিন যাবৎ সারাদেশে তাপপ্রবাহ চলছে। এমন পরিস্থিতিতে দেশে ‘তাপমাত্রা জরুরি অবস্থা’ জারি করা হতে পারে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বিভিন্ন গণমাধ্যমে এমন খবরই প্রকাশ করা হচ্ছে। তবে এমন তথ্য ভিত্তিহীন বলে দ্য রিপোর্ট ডট লাইভকে জানায় পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

দুপুর থেকেই বেশ কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয় যে আবহাওয়া যদি আরও কিছুদিন এমন থাকে, তখন ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি করা হতে পারে।

তবে দ্য রিপোর্ট ডট লাইভকে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, বেশ কয়েকটা গণমাধ্যমে তাপমাত্রজনিত জরুরী অবস্থার কথা বলা হয়েছে। কিন্তু এই ধরনের কোন পরিকল্পনা নেই। আর শুধু পরিবেশ মন্ত্রণালয়ের একার সিদ্ধান্ত নয়। বেশ কয়েকটা মন্ত্রণালয়ের সমন্বয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এমন কোন কিছুই হয়নি।

তিনি আরও বলেন, জরুরী অবস্থা না হলেও জনসাধারণের সতর্ক থাকা উচিৎ। এছাড়া প্রয়োজন ব্যতীত বাহিরে না যাওয়াই ভাল।

এদিকে শুধু ঢাকা নয়-প্রচণ্ড তাপমাত্রায় পুড়ছে ভারতের রাজধানী নয়া দিল্লি ও পাকিস্তানের লাহোর শহর। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ভারতের রাজধানী নয়া দিল্লিতে।

গতকাল ১৫ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা।

রবিবার বেলা ১১টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বর্তমানে ঢাকার বাতাসের গতিবেগ ৬ থেকে ১২ কিলোমিটার। যা পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে বয়ে চলছে।

Link copied!