‘বিদেশে থাকা সাইবার অপরাধীদের আইনের আওতায় আনা হবে’

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১০, ২০২১, ০১:৫৪ এএম

‘বিদেশে থাকা সাইবার অপরাধীদের আইনের আওতায় আনা হবে’

বিদেশে বসে সাইবার অপরাধকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার নবনির্মিত থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশে বসে অনেকে সাইবার ক্রাইম করছেন। এগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।

মন্ত্রী আরো বলেন, ‘বিদেশে বসে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করছে, আমরা বিষয়টি সেই দেশকে জানাচ্ছি’। এসময় তিনি সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আসনের সাংসদ নেছার আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জোহরা আলাউদ্দিন এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানসহ আরো অনেকে।

Link copied!