মার্কিন সংবিধানের বিরল পাণ্ডুলিপি নিলামে

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২০, ২০২১, ১২:২৫ এএম

মার্কিন সংবিধানের বিরল পাণ্ডুলিপি নিলামে

নিলামে বিক্রি হলো যুক্তরাষ্ট্রের সংবিধানের অত্যন্ত বিরল একটি মূল অনুলিপি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ৪ কোটি ৩২ লাখ ডলারে বিক্রি হয়। বিশ্ব রেকের্ড তৈরি করে এই অনুলিপিটি বিক্রি হয়েছে। নথিটি কে কিনে নিয়েছেন তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

১৭৮৭ সালের ১৭ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার ইন্ডিপেনডেন্স হলে যুক্তরাষ্ট্রের সংবিধান স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন জর্জ ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জেমস মেডিসনসহ দেশটির প্রতিষ্ঠাকালের নেতারা। পরের বছর এই সংবিধান অনুমোদন করা হয়।

নিলামে সংবিধানের অনুলিপিটি কিনতে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীদের একটি প্রতিষ্ঠান ৪ কোটি ডলার পর্যন্ত দাম তুলেছিল। কিন্তু তারা শেষ পর্যন্ত নথিটি কিনতে পারেনি।

নিলামকারী প্রতিষ্ঠান সথবি’স জানিয়েছে, কমিশনসহ সংবিধানের অনুলিপিটি ৪ কোটি ৩২ লাখ ডলারে বিক্রি হয়। নিলামে কোনো ঐতিহাসিক নথি বিক্রির ক্ষেত্রে এটি বিশ্ব রেকর্ড।

নিলাম সংস্থাটির পাণ্ডুলিপি ও প্রাচীন বই-সংক্রান্ত বিশেষজ্ঞ সেলবি কিফার বলেন, স্বাক্ষরের প্রাক্কালে সংবিধানের ৫০০ কপি মুদ্রিত হয়েছিল। গতকাল যে অনুলিপিটি নিলামে ওঠে, সেটি সম্ভবত সেই সংস্করণেরই অংশ। কিফার আরও জানান, সংবিধানের এই অনুলিপিটিই কেবল ব্যক্তিমালিকানায় ছিল।

সথবি’স জানিয়েছে, কোনো ঐতিহাসিক নথি আগে কখনো এত দামে নিলামে বিক্রি হয়নি। অর্থাৎ এ ক্ষেত্রে বিশ্ব রেকর্ড হয়েছে।

মূল মার্কিন সংবিধানের ১১টি অনুলিপি এখন পর্যন্ত টিকে আছে বলে জানা যায়। এর মধ্যে একটি গতকাল নিলামে বিক্রি হলো।

Link copied!