প্রত্যাশিতই ছিল পরিবেশ মন্ত্রণালয়ে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২৪, ০৫:৪৬ পিএম

প্রত্যাশিতই ছিল পরিবেশ মন্ত্রণালয়ে পরিবর্তন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদফতরের কর্মকর্তা এবং পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের বিষয়টি অনেকটাই নিশ্চিত ছিল এবং তেমনটিই হয়েছে।

বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের চিফ এক্সিকিউটিভ এম জাকির হোসেন খান দ্য রিপোর্টকে বলেন, “জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈশ্বিক যে জ্ঞানকাণ্ড, তার সর্বশেষ আপডেট সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন সাবের হোসেন চৌধুরী। এছাড়া তিনি বৈশ্বিক জলবায়ু সম্মেলন ও সংশ্লিষ্ট আর্ন্তজাতিক ফোরামে স্বল্প উন্নত দেশগুলোকে প্রতিনিধিত্ব করেছেন।”

“বৈশ্বিক জলবায়ু কূটনীতিতে ভূমিকা রাখার মতো সাবের হোসেন চৌধুরীর সমকক্ষ কেউ নেই। এজন্যই তাঁকে পরিবেশ মন্ত্রী করা হয়েছে, বলেন এম জাকির হোসেন খান।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “এ মন্ত্রণালয়ের মন্ত্রীর চাকরিটি অনেক স্মার্ট আর তাঁকে নিয়মিত বৈশ্বিক জলবায়ু বিষয়ক জ্ঞানগুলো সম্পর্কে অবগত থাকতে হয়। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে শারীরিক সক্ষমতার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “যেমন ধরুন জাতিসংঘের জলবায়ু সম্মেলন; এমন সম্মেলনে একটি কক্ষ হতে আরেক কক্ষে, এক এলাকা থেকে আরেক এলাকায় খুব দ্রুত যাতায়াত করতে হয় দেশের অবস্থান তুলে ধরার জন্য। শাহাব উদ্দিনের সেই শারীরিক দক্ষতা না থাকায় বৈশ্বিক জলবায়ু কূটনীতিতে আমরা পিছিয়ে পড়ছিলাম।”

বিষয়টি অনুধাবন করেই প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন, বলেন মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

Link copied!