৫০ বছর পর খালেদা জিয়ার ফেনী-১ আসনে জয় আওয়ামী লীগের

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৪, ০৬:৩৮ পিএম

৫০ বছর পর খালেদা জিয়ার ফেনী-১ আসনে জয় আওয়ামী লীগের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সাংবাদিক এবিএম মূসা নির্বাচিত হন। এরপর আর কোনো নির্বাচনে ফেনী-১ আসনে আওয়ামী লীগের কোনো নেতাই সংসদ সদস্য হতে পারেননি। এ আসনটি বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈত্রিক ভিটা এ অঞ্চলে। এ সূত্র ধরে ১৯৯১ সাল থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন বেগম খালেদা জিয়া।

সর্বশেষ দুবারের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী জাসদ নেত্রী শিরিন আখতার  বিজয়ী হয়েছেন। এবার আর জাসদকে ফেনী-১ ছাড়েনি আওয়ামী লীগ। নৌকায় মনোনীত করা হলো আওয়ামী লীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে। তার জয়ের মধ্য দিয়ে অবশেষে বছর পঞ্চাশেক পেরিয়ে এ আসন পেল নৌকা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৮৭ হাজার ৭৬০ ভোট পেয়ে ফেনী-১ আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের শাহরিয়ার ইকবাল পেয়েছেন ৪ হাজার ১৯৫ ভোট। এই আসনে মোট ৩ লাখ ৫৯ হাজার ৩০৯ ভোটার এক লাখ ৯৫ হাজার ৬৯৮ দিয়েছেন। যা মোট ভোটের ৫৪ দশমিক ৪৬ শতাংশ।

সংসদীয় ২৬৫-ফেনী-১ আসন পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া উপজেলার দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে গত ১১ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মাত্র ১ বার জিতেছে। অন্যদিকে বিএনপি ছয়বার (যার মধ্যে খালেদা জিয়া খালেদা জিয়া ৫ বার)। আর জাতীয় পার্টি দুবার ও মহাজোট শরীক জাসদ দুবার জয় পেয়েছিলেন।

১৯৭৯ সালে লে. কর্নেল জাফর ইমাম (অব.) বিএনপির ধানের শীষ প্রতীকে একবার, ৮৬ ও ৮৮’তে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ২ বার, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচিত ৫ বারের মধ্যে ২০০১ ও ২০০৮ সালে আসন ছেড়ে দেয়ার পর তার ছোট ভাই মেজর সাইদ ইসকান্দর (অব.), উপ নির্বাচনে নির্বাচিত হন। তারপর ২০১৪ ও ২০১৮ সালে মহাজোটের শরীক দল জাসদের শিরিন আক্তার নৌকা প্রতীক নিয়ে ২ বার নির্বাচিত হন।

Link copied!