আবারো প্রকাশ্যে কেন্দ্র ও ঢাবি ছাত্রলীগের বিরোধ

মাহমুদ নকীব

মার্চ ৪, ২০২৪, ০৮:৪৫ পিএম

আবারো প্রকাশ্যে কেন্দ্র ও ঢাবি ছাত্রলীগের বিরোধ

বিরোধ যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শীর্ষ নেতৃত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের মধ্যে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনে এক পক্ষের প্রাপ্য সম্মান না পাওয়া, অধিভুক্ত সাত সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নিয়ন্ত্রণ এবং সর্বশেষ ঢাবির জগন্নাথ হলে কেন্দ্র ও ঢাবি ছাত্রলীগের দফায় দফায় মারামারির পর এবার ছাত্রলীগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ‘বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা ২০২৪’ নিয়ে বিরোধ প্রকাশ্যে এই দুইটি কমিটির শীর্ষ নেতৃত্বের।

সোমবার (৪ মার্চ) শুরু হয়েছে দেশের ৬৪টি বিশ্ববিদ্যালয় নিয়ে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়াদী ইনডোর স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা ২০২৪।

ফুটসাল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: ফেসবুক  

কিন্তু এ প্রতিযোগিতা বয়কট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সূত্র মতে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শর্ত দিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি ফুটসালে অংশগ্রহন করে তাহলে ঢাবি ছাত্রলীগ এটি বয়কট করবে। প্রথমে কথা ছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ফুটসালে রাখা হবে না। কিন্তু পরবর্তিতে দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ফুটসালে রাখা হয়েছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন খেলোয়াড় আহত হন। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিন্দা জানায়।

তবে, জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ফুটসাল প্রতিযোগিতা বয়কটের মূল কারণ, গতকাল রবিবার (৩ মার্চ) ফুটসাল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে সকল বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের সাথে উক্ত ইউনিটগুলোর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ করা হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়নি।

সেলফির ফ্রেমে কেন্দ্র ও ঢাবি ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দের হাস্যজ্জ্বল দেখা গেলেও তাঁদের কোন্দল এখন প্রকাশ্যে। ছবি: ফেসবুক 

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক পারভেজ মুন্সী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটসাল টিম কো- অর্ডিনেটর হিসেবে আমাদের দল সহ আমরা সেখানে গিয়েছিলাম। তবে আমরা সেখানে আমাদের ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে অতিথি হিসেবে দেখতে পাইনি। আমরা যখন জানতে পারি তাদেরকে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে এ অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয়নি তখন আমরা এ ফুটসাল টুর্নামেন্ট বয়কট করে চলে এসেছি।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি (কেন্দ্রীয়) সাদ্দাম হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ফুটসাল টুর্নামেন্ট বয়কট করার বিষয়টি সম্পর্কে অবগত নই।

উল্লেখ্য, গত বছরের ১লা সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। শোকাবহ আগস্টের এ স্মরণসভা বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও কেন্দ্রীয় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে যথাযথ মূল্যায়ন করেনি বলে অভিযোগ রয়েছে।

বিশেষ করে আগস্টের শোকসভায় ঢাবি শাখার সভাপতি-সাধারণ সম্পাদককে বক্তৃতা করতে না দেয়া, ঢাবি শাখাকে বাদ দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখাকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়া, সমাবেশের জন্য অন্যান্য ইউনিটকে আর্থিক সহায়তা দেয়া হলেও ঢাবি শাখাকে না দেয়াসহ বিভিন্ন কারণে নাখোশ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। 

একই বিরোধের জেরে বর্তমানে কেন্দ্রের নিয়ন্ত্রনাধীন ঢাবি অধিভুক্ত সাত কলেজ শাখার নিয়ন্ত্রণ চায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। যদিও এমন প্রকাশ্য বিরোধের বিষয়টিকে এখন পরে ‘ভুল-বোঝাবুঝি’ হিসেবে আখ্যায়িত করেন কেন্দ্র ও ঢাবি ছাত্রলীগ। সম্প্রতি, ১৫ ফেব্রুয়ারি ঢাবির জগন্নাথ হলে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ ঘটে। জানা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

Link copied!