দ্বাদশ জাতীয় সংসদ

শিক্ষা থেকে সমাজকল্যাণে গেলেন ডা. দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২৪, ১০:৫৩ পিএম

শিক্ষা থেকে সমাজকল্যাণে গেলেন ডা. দীপু মনি

ডা. দীপু মনি।

দ্বাদশ জাতীয় সংসদের জন্য গঠিত হলো মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভায় সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন ডা. দীপু মনি।

ডা. দীপু মনি বাংলাদেশের প্রথম নারী শিক্ষা মন্ত্রী ও প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রী। 

সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি (২০১৪-২০১৮), মানবাধিকার বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি (২০১৪-২০১৮) ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী (২০০৯-২০১৩) ছিলেন। দীপু মনি বাংলাদেশ ও দক্ষিন এশিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের চার জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং চারজন দলীয় মুখপাত্র এর মধ্যে তিনি অন্যতম। একাদশ জাতীয় সংসদে  দীপু মনি চাঁদপুর-৩ (চাঁদপুর- হাইমচর) এর প্রতিনিধিত্ব করছেন।

দীপু মনি ১৯৬৫ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। 

দীপু মনি হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পড়েন। এমবিবিএস ডিগ্রি লাভের পর মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন তিনি। এ ছাড়া লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন দীপু মনি।

দীপু মনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।একই সঙ্গে শেখ হাসিনার মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। 

পরে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন। ২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন দীপু মনি। এরপর ২০১৯ সালে ২১তম কাউন্সিলেও একই পদে বহাল থাকেন তিনি। তবে ২০২২ সালে ২২তম জাতীয় কাউন্সিলে একই পদে বহাল থাকলেও আওয়ামী লীগের চার যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে তিন নম্বর থেকে ৪-এ দেওয়া হয় তাকে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। একই সঙ্গে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি।

Link copied!