জনপ্রশাসনে প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী ফরহাদ হোসেন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২৪, ০৯:১১ পিএম

জনপ্রশাসনে প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী ফরহাদ হোসেন

সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মন্ত্রিসভা গঠন করেছে আওয়ামী লীগ। মোট ৩৭ সদস্যবিশিষ্ট কেবিনেটে প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছেন ২৫ জন, আর প্রতিমন্ত্রী হয়েছেন ১১ জন।

নতুন এই মন্ত্রিসভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন ফরহাদ হোসেন। একাদশ সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসন থেকে টানা তিন বার নির্বাচিত এই সংসদ সদস্য।

ফরহাদ হোসেন এর আগে দশম জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মুদ্রাপাচার-সংক্রান্ত উপকমিটির সদস্য এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী সদস্য ছিলেন ।

ফরহাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষাতত্ত্বে এম. এ. ডিগ্রি লাভ করেন। ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি আওয়ামী লীগের মেহেরপুর জেলা শাখার সভাপতি।

ফরহাদ হোসেন ১৯৭২ সালের ৫ জুন মেহেরপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বৃহত্তর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছহিউদ্দীন বিশ্বাস বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী ছিলেন। ১৯৭০ সালে এম.এন.এ. (জাতীয় পরিষদের সদস্য) ছিলেন তিনি। এ ছাড়াও ১৯৭৩ ও ১৯৮৬ সালে সংসদীয় আসন ৭৩ মেহেরপুর-১-এর সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে ১৯৭৫ সালে বাকশাল ডিস্ট্রিক্ট গভর্নরও নির্বাচিত হন। 
ছহিউদ্দীন বিশ্বাস মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজক ও সংগঠক ছিলেন।

তাঁর সহধর্মিণী সৈয়দা মোনালিসা ইসলাম মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি। তাদের সামিন ও মাহিন নামের দুই সন্তান রয়েছে।

Link copied!